দোয়া দ্বারাই সবকিছু পাওয়া সম্ভব। দোয়াতে কিছু চাওয়ার অর্থ হচ্ছে, আপনি সরাসরি রবের নিকট চাইছেন.....
ফজর মিস হয়? দোয়া করুন।
জামাতে সালাত পড়া হচ্ছে না ঠিকমতো? দোয়া করুন।
শরীর অসুস্থ? দোয়া করুন।
খুব মন খারাপ? দোয়া করুন।
কেউকে দ্বীনদার জীবনসঙ্গি অথবা জীবনসঙ্গিনী হিসেবে চান? দোয়া করুন।
গীবত থেকে রক্ষা পেতে চান? দোয়া করুন।
খারাপ বন্ধুদের আড্ডা থেকে নিস্তার পেতে চান? দোয়া করুন।
দাড়ি রাখতে ভয় হচ্ছে? দোয়া করুন।
পরিবার পর্দা করতে দিচ্ছে না? দোয়া করুন।
মাস্টারবেশন অফ করতে চান? দোয়া করুন।
চোখের হেফাজত করতে চান? দোয়া করুন।
আব্বু-আম্মুকে খুশি করতে চান? দোয়া করুন।
মিউজিক থেকে নিজের কানকে হেফাজত করতে চান? দোয়া করুন।
কোনো কিছুকে নিজের করে নিতে চাইছেন? দোয়া করুন।
তাগুতের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাচ্ছেন? দোয়া করুন।
আমাদের সবকিছুই দোয়ার উপর ডিপেন্ডেড। আপনার কিংবা আমার পরিকল্পনা মতো কিছুই হয়নি। আগামীতেও হবে না। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার পরিকল্পনামাফিক চলবে অবিরত।
অনেকেই অনেক গ্রুপে নিজের সমস্যার কথা ব্যক্ত করে থাকেন। অনেকে সাজেশনও দেন। তবে আদৌতে এসব সাজেশন খুব একটা কাজে আসে না। আমি অন্তত আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে কখনো এসবে সলিউশন পাইনি। এসব সাজেশন কেবল সাময়িক প্রশান্তি!
দোয়া দ্বারাই সবকিছু পাওয়া সম্ভব। দোয়াতে কিছু চাওয়ার অর্থ হচ্ছে, আপনি সরাসরি রবের নিকট চাইছেন আপনার অপ্রাপ্তির বস্তুটা। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা-ই সবকিছুর স্রষ্টা, সেখানে সবকিছু দেওয়ার মালিক তো একমাত্র তিনি-ই। অনেস্টলি, কেবল দোয়া করতে থাকুন, কারোর সাজেশন লাগবে না। সরাসরি আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ! আর হ্যাঁ, সাজেশন যদি চাইতে-ই হয়। তবে কেবল রবের নিকট কিভাবে দোয়া করলে কবুল হওয়ার চান্স আছে, সেটা শিখে নিলেই চলে, বাকিটুকু নিজে দোয়া করে রবের নিকট সঁপে দিলেই সমাধান!
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَالصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ
অর্থঃ হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন।
সূরাঃআল বাকারা, আয়াতঃ১৫৩;
"বরং আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনিই উত্তম সাহায্যকারী।"
সূরাঃআল ইমরান, আয়াতঃ১৫০;
"জেনে রাখো, আল্লাহ'র সাহায্য নিকটে।"
সূরাঃবাকারা, আয়াতঃ২১৪;

1 Comments
কুরআনিক শিক্ষা | বাংলা ইসলামিক ব্লগ
ReplyDeletehttps://quranicsikkah.blogspot.com/
Do not post spam link in the comment box