প্রশ্ন:
ঘুমানোর আগে সূরা আল-মুলক তেলাওয়াত করার কি কোন বিশেষ ফজিলত আছে?
উত্তর :
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরূদ ও সালাম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
ঘুমানোর আগে সূরা আল-মুলক তেলাওয়াত করার বিশেষ ফজিলত আছে।
জাবের (রাঃ) বলেন,
রাসূল (সাঃ)
সূরা আস-সাজদাহ ও সূরা আল-মুলক না পড়ে রাতে ঘুমাতেন না।
[তিরমিযী হা/২৮৯২; মিশকাত হা/২১৫৫]
রাসূল (সাঃ) বলেন,
‘নিশ্চয়ই কুরআনে একটি সূরা আছে যাতে ৩০ টি আয়াত রয়েছে, পাঠকারীর জন্য এটি সুফারিশ করবে। এমনকি তাকে ক্ষমা করে দেয়া হবে। সেটি হল সূরা আল-মুলক।
[তিরমিযী হা/২৮৯১; মিশকাত হা/২১৫৩; ছহীহুল জামে‘ হা/২০৯১]
ইবনু মাসঊদ (রাঃ) বলেন,
বান্দাকে কবরে রাখা হলে যখন পায়ের দিক থেকে আযাব আসে। তখন পা বলবে, আমার কাছ থেকে শাস্তির কোনও সুযোগ নেই। কারণ তিনি আমাদের উপর সূরা মুলক পাঠ করতেন। তারপরে পেটে যদি তিনি আমাকে শাস্তি দিতে চান, তিনি পেট বলবে, আমাকে শাস্তি দেওয়ার কোনও সুযোগ নেই। কারণ তিনি আমার মধ্যে সূরা মুলক আয়ত্ত করতেন। মাথার দিক থেকে যদি শাস্তি আসে তবে মাথা বলে, আমার মধ্য দিয়ে আসার কোন সুযোগ নেই। কারণ তিনি আমার মধ্যে সূরা মুলক পাঠ করতেন।
[মু‘জামুল কাবীর হা/৮৬৫১; হাকেম হা/৩৮৩৯; ছহীহ আত-তারগীব হা/১৪৭৫]
উল্লেখ্য, সূরা আস-সাজদাহ ও সূরা আল-মুলক রাত্রিতে পাঠ করলে অন্যান্য সূরার তুলনায় ৬০ গুণ বেশী নেকী পাওয়া যায় বলে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ।
[দারেমী, মিশকাত হা/২১৭৬]
আল্লাহ তা'আলা আমাদের সবাই কে এই আমল টি পালন করা তৌফিক দান করুন। আমীন।



0 Comments
Do not post spam link in the comment box