ইসলামী শব্দগুচ্ছ

 ইসলামী শব্দগুচ্ছ :

ইসলামী শব্দগুচ্ছ


একজন মুসলিমের কখন কি বলা আবশ্যক:

০১. কারো প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে:
(পুং লিঙ্গ) - جزاك الله خییرا
(জাযাকাল্লহু খইর)
(স্ত্রী লিঙ্গ) - جزاك الله خییر
(জাযাকিল্লাহু খইর)
(বহু বচন) - جزاكم الله خییر
(জাযাকুমুল্লহু খইর)
অর্থ - আল্লহ আপনাকে উত্তম প্রতিদান দান
করুক।
[বি.দ্র.: মেয়েদের সাথে অফিসিয়ালি কথা
বলার সময় পুং লিঙ্গে বলা ভালো]
=> প্রতি উত্তরে:
(পুং লিঙ্গ) - وانتم فجزاك الله خیر
(ওয়া আংতুম ফা জাযাকাল্লহু খইর)
(স্ত্রী লিঙ্গ) - وانتم فجزاك الله خیر
(ওয়া আংতুম ফা জাযাকিল্লাহু খইর)
(বহু বচন) - وانتم فجزاكم الله خیر
(ওয়া আংতুম ফা জাযাকুমুল্লহু
খইর)
অর্থ- আল্লহ আপনাকেউ উত্তম প্রতিদান দান
করুক।
*সংক্ষেপে:
(এক বচন) - و ایك (ওয়া ইয়্যাক)
(বহু বচন) - و ایكم (ওয়া ইয়্যাকুম)
০২. আল্লাহর মহত্ত্ব ঘোষণা করতে:
আল্লহ্ নামের শেষে - (الله (سبحانه وتعالی
[আল্লহ (সুবহানাহু তা'য়ালা)-Alloh (SWT)]
০৩. চেনা-অচেনা, ছোট-বড়, বাবা-মা, ভাই-বোন,
স্বামী-স্ত্রী, বাড়িতে প্রবেশের সময়, মুসলিমদের
সাথে দেখা হলে:
সালাম- السلام عليكم ورحمة الله وبركته
(আসসালামু 'আলাইকুম ওয়া
রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্)
অর্থ- আল্লহ আপনার উপর শান্তি, রহমত ও
বরকত নাযিল করুক।
*সংক্ষেপে- اسلام علیكم
(আসসালামু 'আলাইকুম)
অর্থ- আপনার উপর শান্তি বর্ষিত হোক।
=> প্রতি উত্তরে:
উত্তর- وعلیكم اسلام ورحمة الله وبركته
(ওয়া 'আলাইকুমুস সালামু ওয়া
রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্)
অর্থ- আল্লহ আপনার উপরেউ শান্তি, রহমত ও
বরকত নাযিল করুক।
*সংক্ষেপে- وعلیكم اسلام
(ওয়া 'আলাইকুমুস সালাম)
অর্থ- আপনার উপরেউ শান্তি বর্ষিত হোক।
[বি.দ্র.: কোনো অমুসলিমের সালামের উত্তরে
বলতে হয়- وعلیكم (ওয়া'আলাইকুম), অর্থ-
আমার জন্য যা চেয়েছেন, তা আপনাকেউ
দেওয়া হোক]
০৪. আল্লহর কাছে দোয়া বা প্রার্থনার শেষে:
বলতে হয়- امین یا رب العالمین
(আমীন ইয়া রব্বিল 'আলামিন)
অর্থ- আল্লহ তুমি কবুল কর।
*সংক্ষেপে- امین (আমীন)
অর্থ- কবুল কর।
০৫. কোনো মুসলিমের কাছে থেকে বিদায় নেয়ার
সময়:
বলতে হয়- حیاك الله (হায়াকাল্লহ্)
অর্থ- আল্লহ তোমাকে রক্ষা করুক।
*অথবা, فی امان الله (ফী আমানিল্লাহ্)
অর্থ- আল্লহ তোমাকে রক্ষা করুক।
০৬. কুরআন তিলাওয়াতের পূর্বে, দৈনন্দিন কাজের
শুরুতে, পশু জবাই প্রভৃতি সকল ভালো
কাজের শুরুতে:
বলতে হয়- بسم الله الرحمن الرحیم
(বিসমিল্লাহির রহমানির রহীম)
অর্থ- পরম করুণাময়, মহান দয়ালু আল্লহর
নামে (শুরু করছি)।
০৭. প্রশংসার পাশাপাশি কারো জন্য দোয়া করা:
(এক বচন)- بارك الله فیك (বারকাল্লহু ফীক্)
(বহু বচন) - بارك الله فیكم (বারকাল্লহু ফীকুম)
অর্থ- আল্লহ আপনার প্রতি বরকত নাযিল
করুক।
=> প্রতি উত্তরে:
(এক বচন)- و فیك (ওয়া ফীক্)
(বহু বচন) - و فیكم (ওয়া ফীকুম)
অর্থ- আল্লহ আপনার প্রতিও বরকত নাযিল
করুক।
০৮. আল্লহর মহত্ত্ব ঘোষণায়:
বলতে হয়- سبحان الله (সুবহানআল্লহ্)
অর্থ- আল্লহ মহান।
০৯. ভবিষ্যতের কোনো কিছুর পরিকল্পনায়,
সংকল্পে, অঙ্গীকারে:
বলতে হয়- ان شاء الله تعالی (ইংশাআল্লহু
তা'আলা)
অর্থ- আল্লহ্ যদি চায়।
১০. আল্লহর কাছে ক্ষমা চায়তে:
বলতে হয়- استغفر الله (আসতাগফিরুল্লাহ্)
অর্থ- হে আল্লহ! আমাকে ক্ষমা কর।
১১. ভালো কিছু উপলব্ধিতে, আনন্দ-বিস্ময়ে:
বলতে হয়- ماشاء الله (মাশাআল্লহ্)
অর্থ- আল্লাহ যা ইচ্ছা করেছেন।
১২. সফলতা বা কোনো কাজ সম্পন্ন হ‌ও‌‌‌য়া‌র পর‌:
বলতে হয়- الحمد لله (আলহামদুলিল্লাহ)
অর্থ- সকল প্রশংসা মহান আল্লহর ‌জন্য।
১৩. রাসূল (সঃ) এর নাম শোনা মাত্র:
বলতে হয়- ﷺ (সল্লাল্লহু 'আলাইহি ওয়া
সালাম)
অর্থ- রাসূল (সঃ) ও তার পরিবারের উপর শান্তি
বর্ষিত হোক।
১৪. কোনো নবীর নাম শোনা মাত্র:
বলতে হয়- علیه سلم ('আলাইহিস সালাম)
অর্থ- তাঁর উপর শান্তি বর্ষিত হোক।
১৫. কোনো সাহাবির (পুরুষ) নাম শোনা মাত্র:
বলতে হয়- رضی الله تعلی عنه
(রদি আল্লহু তা'আলা 'আনহু)
অর্থ- আল্লহ তার প্রতি সন্তুষ্ট থাকুক।
১৬. কোনো সাহাবার (মহিলা) নাম শোনা মাত্র:
বলতে হয়- رضی الله تعلی عنها
(রদি আল্লহু তা'আলা 'আনহা)
অর্থ- আল্লহ তার প্রতি সন্তুষ্ট থাকুক।
১৭. একাধিক সাহাবির নাম শোনা মাত্র:
বলতে হয়- رضی الله تعلی عنهم
(রদি আল্লহু তা'আলা 'আনহুম)
অর্থ- আল্লহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুক।
১৮. কোনো দুর্ঘটনা, বিপদে পড়লে, দরিদ্রতায়,
হারানো বা মৃত্যুর সংবাদ শোনা মাত্র:
বলতে হয়- انا لله وانا الیه راجعون
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি
রজিউন)
অর্থ- আমরা আল্লহর জন্য নিবেদিত এবং তার
কাছেই ফিরে যাব।
১৯. আত্মীয়ের মৃত্যুতে:
বলা যায়- عظم الله اجركم
('আযমাল্লহু আজরকম)
অর্থ- আল্লহ আপনাকে উত্তম পুরস্কার দান
করুক।
২০. কোনো ব্যক্তির মৃত্যুর পর সমবেদনা জানাতে:
বলা যায়- شكر الله سعیكم
(শাকার আল্লহু সা'আইকুম)
অর্থ- আল্লহ তা'আলা আপনার প্রচেষ্টা কবুল
করুক।
২১. বিপদ বা কষ্টের সময়, সামর্থ্যের বাইরের
সমস্যার সমাধানে:
বলতে হয়- لاحول ولا قوۃ الا بالله
(লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
বিল্লাহ্)
অর্থ- আল্লহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই।
২২. বাড়ি থেকে বের হওয়ার সময়:
(এক বচন) - توكلت علی الله
(তাওক্কালতু 'আলাল্লহ্)
অর্থ- আল্লহর নামে (শুরু), আমি আল্লহর উপর
ভরসা করেছি।
(বহু বচন) - توكلنا علی الله
(তাওক্কালনা 'আলাল্লহ্)
অর্থ- আল্লহর নামে (শুরু), আমরা আল্লহর
উপর ভরসা করেছি।
*কোনো সমস্যায়:
বলতে হয়- توكلت علی الله
(তাওক্কালতু 'আলাল্লহ্)
অর্থ- আমি আল্লহর উপর ভরসা করেছি ।
২৩. কাউকে চরম দুর্দশায় দেখে:
বলতে হয়- رحمه الله (রহিমাহুল্লাহ্)
অর্থ- আল্লহ তার উপর রহমত বর্ষণ করুক।
২৪. কাউকে খারাপ কিছু করতে দেখলে:
বলতে হয়- اتق الله (ইত্তাকিল্লাহ্)
অর্থ- আল্লহকে ভয় করুন।
২৫. অভাবগ্রস্ত অবস্থায়:
বলতে হয়- حسبی الله (হাসবিআল্লহ্)
অর্থ- আল্লহ‌ই আমার প্রয়োজন মেটাবে।
২৬. কোনো মুসলিমের জন্য দোয়া:
বলা যায়- اضحك الله سنك
(আদহাক আল্লহ সিন্নাক)
অর্থ- আল্লহ আপনাকে সুখে রাখুক।
২৭. দৈনন্দিন কাজ শেষে, দৈনিক যিকির হিসেবে,
বিপদ থেকে মুক্তি, সফলতা প্রাপ্তি, সুখে-দুঃখে
প্রভৃতি ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায়ের
জন্য:
বলতে হয়- الحمد لله (আলহামদুলিল্লাহ্)
অর্থ- সকল প্রশংসা মহান আল্লহর ‌জন্য।
২৮. ইবাদাতের সময়, পশু জবাইয়ের সময়,
আনন্দের মুহূর্তে, যা পৃথিবীর সবচেয়ে বেশি
উচ্চারিত শব্দ:
বলতে হয়- الله اكبر (আল্লহু আকবার)
অর্থ- আল্লহ সবার চেয়ে বড়।
২৯. কুরআন তিলাওয়াতের পূর্বে, কোনো জমায়েতে
কথা বলার পূর্বে, দৈনন্দিন বেশ কিছু কাজে,
টয়লেটে প্রবেশের পূর্বে প্রভৃতি ক্ষেত্রে:
বলতে হয়- اعوذ بالله من الشیطان الرجیم
(আ'উযু বিল্লাহি মিনাশ শাইত্বনির
রজীম)
অর্থ- আমি আল্লহর কাছে বিতারিত শয়তানের
সকল ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
৩০. কালিমায়ে ত্বয়িবা:
সকলকে বলতেই হবে- لااله الا الله
(লা-ইলাহা ইল্লাল্লহ)
অর্থ- আল্লহ ছাড়া প্রকৃত/সত্য/আসল কোনো
মা'বুদ নেই।
......................................................
কিছু গুরুত্বপূর্ণ দোয়া :
৩১. রোগী দেখতে গিয়ে:
বলতে হয়- لا باس طھور ان شا الله
(লা- বা'সা ত্বহূরুন ইংশা-আল্লহ)
অর্থ- ভয় নেই, আল্লহর রহমতে আরোগ্য লাভ
করবেন, যদি তিনি (আল্লহ) চায়।
৩২. মুমূর্ষু ব্যক্তির নিকট:
বলতে হয়- لا اله الا الله (লা- ইলাহা ইল্লাল্লহ)
অর্থ- আল্লহ ছাড়া প্রকৃত/ সত্য/ আসল কোনো
মা'বুদ নেই।
৩৩. জীবনের নিরাশার সময়:
বলতে হয়-
اللهم اغفرلی وارحمنی و الحقنی بالرفیق الاعلی۰
(আল্ল-হুম্মাগ্‌ফিরলী ওয়ার হামনী ওয়া
আলহিক্বনী বিররফীক্বিল আ'লা)
অর্থ- হে আল্লহ! আমাকে ক্ষমা কর, আমার
প্রতি দয়া কর‌ এবং আমাকে মহান বন্ধুর সাথে
মিলিয়ে দাও।
৩৪. নৌকা বা ভাসমান মানে আরোহণের দোয়া:
بسم الله مجرھا ومرساها ان ربی لغفور رحیم
(বিসমিল্লাহির মাজ্‌রেহা ওয়া মুরসা-হা-ইন্না
রব্বী লাগফূরুর রহীম)
অর্থ- এর (নৌকার) গতি এবং স্থিতি আল্লহর
নামে। নিশ্চয় আমার প্রতিপালক ক্ষমাশীল ও
দয়াবান।
৩৫. বাড়ি থেকে বের হওয়ার দোয়া:
بسم الله توكلت علی الله لا حول و لا قوۃ الا بالله
(বিসমিল্লাহি তাওয়াক্কালতু 'আলাল্লহ্,
লা- হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লা-হ্)
অর্থ- আল্লহর নামে বের হলাম, তার উপর
ভরসা করলাম।
* বাড়িতে প্রবেশের দোয়া:
বলতে হয়- بسم الله (বিসমিল্লাহ্)
অর্থ- আল্লহর নামে (প্রবেশ করছি)।
৩৬. কোনো ইমারত/ সিঁড়ি/ উঁচু জায়গায়:
উঠার সময়- ﷲ ﷳ (আল্লহু আকবার)।
নামার সময়- سبحان الله ( সুবহান আল্লাহ)।
৩৭. দুধ পানের দোয়া:
বলতে হয়- اللهم بارك لنا فیه و زدنا منه
(আল্লহুম্মা বারিক রানা ফীহি ওয়া ঝিদনা
মিনহু)
অর্থ- হে আল্লহ! আমাদের জন্য এতে বরকত
দান কর এবং তা বৃদ্ধি করে দাও।
৩৮. আয়না দেখার দোয়া:
اللهم حسنت خلقی فاحسن خلقی
(আল্লহুম্মা হাসসানতা খলক্বী বা আহ্‌সিন
খুলুক্বী)
অর্থ- হে আল্লহ! তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি
করেছ, কাজেই আমার আমার চরিত্র সুন্দর
কর।
৩৯. দরজা-জানালা বন্ধ করা/ কোনো খাদ্যদ্রব্য
ঢাকার সময়:
দোয়া- بسم الله (বিসমিল্লাহ্)
৪০. অত্যাচারীর বদলা নিতে দোয়া:
اللهم متعنی بسمعی وبصری واجعلهما الوارڽ منی
وانصرنی علی من یظلمنی وخنه منه بڽاری
(আল্লহুম্মা মাত্তি'নী বিসাম‌ঈ অবাস্বরী
ওয়াজ'আলহুমাল ওয়ারিছা মিন্নী অংস্বুরনী
'আলা মাইঁ ইয়াযলিমুনী ওয়াখুয মিনহু বিছা'রী)
অর্থ- হে আল্লহ! আমাকে আমার কর্ণ ও চক্ষু
দ্বারা উপকৃত কর এবং মরণ পর্যন্ত অবশিষ্ট
রাখ। মে আমার উপর অত্যাচার করে তার
বিরুদ্ধে আমাকে সাহায্য কর এবং তার নিকট
থেকে আমার জন্য প্রতিশোধ গ্রহণ কর।

_____امین یا رب العالمین

_____________________যদি এমন কোনো ইসলামী শব্দগুচ্ছ/বাক্য থাকে, যা উপরে অন্তর্ভূক্ত হয় নি। ইংশ্যাআল্লহ, মুক্ত মনে নিচের মন্তব্য বক্সে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি মানুষ, আমারও ভূল হতেই পারে। তাই যদি আপনি আমার কোনো ভূল খুঁজে পান, মুক্ত মনে সংশোধনে সহায়তা করুন।
আপনাদের সকল সুপরামর্শ ও সহযোগিতা সাদরে গ্রহণ করা হবে, (ان شاء الله)।

السلام عليكم ورحمة الله°••••••••••••••••••••••••••••••••••••

Post a Comment

0 Comments