"সূরা বাকারাহ আয়াত" আয়াত (১-৪)

 সূরা বাকারাহ (Surah Bakara)

প্রতিদিন এক পৃষ্ঠা হলেও কুরআন পড়ুন এবং আল্লাহর নৈকট্য অর্জন করুন...'দয়া করে শুধু আরবি নয় বাংলা অর্থ বুঝোন আল্লাহ আমাদের কিরূপ বার্তা পাঠিয়েছেন ""

সময় পেলে পড়ুন "সূরা বাকারাহ আয়াত"  আয়াত (১-)


Surah Bakara,সূরা বাকারাহ

"শাইখ সালেহ ফাওযান এবং শায়খ আব্দুর রহমান ইবনে নাসের এই ফতোয়া দিয়েছেন যে:

মোবাইলের স্কিনে কোরআন মাজিদের দেখানো আয়াত স্থায়ী নয় এটি শুধু আলোকরশ্মি মাধ্যমে দেখানো হয় তাই এটিকে ওযু ছাড়া ধরা যাবে এবং অনেকে বলে যে এর উপরে গ্লাসের আবরণ আছে বিধায় এটি স্পর্শ করা যাবে ওযু ছাড়া । এছাড়াও কিছু কিছু আলেম বলেছেন যে কোরআন মাজিদের একটা মর্যাদা আছে বিধায় এটিকে অজু ছাড়া স্পর্শ করা উচিত নয় । বিষয়টি যেহেতু মতভেদ পূর্ণ তাই কুরআন মাজীদ ওযু ছাড়া স্পর্শ না করাই ভালো । আপনার মনে যদি সন্দেহ হয় তাহলে অজু করে কোরআন পড়ুন অথবা বাংলা অর্থ পড়ুন  ।  বাংলায় অর্থ পড়তে ওযুর প্রয়োজন হবে না  ।

Post a Comment

0 Comments