একটি মেয়ের হেদায়াত পাওয়ার গল্প
আমার নাম টা অজানা থাক।আমি ক্লাস ৯ এ পড়ি। সবার মতো আমার জীবনেও প্রথম প্রেম এসেছিল। এই বয়সে নাকি সব কিছুই ভালো লাগে। তার সাথে আমার পরিচয় হয় ফেসবুক এ। সে নেভি তে জব করতো
প্রথম এ সে আমার গুড ফ্রেন্ড হয়। এই গুড ফ্রেন্ড থেকে কখন যে তাকে ভালোবেসে ফেলি বুঝতে পারিনি। আমাদের সম্পর্কে সব ভালই যাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা ফোন এ কথা বলা, মেসেজে কথা বলা। আমাদের সম্পর্কের ৫ মাস তখন সে কোরবানি ঈদের ছুটিতে গ্রামে যায়। হুট করে তার মাঝে অনেক পরিবর্তন আসে। এই পরিবর্তন টাকে আমি মেনে নেই। একদিন আমাকে না জানিয়ে আমার জীবন থেকে চলে যায়।
ওই দিন এর পর থেকে সারা রাত জায়নামাজ এ বসে আল্লাহর কাছে দোয়া করতাম তাকে ফিরিয়ে দেয়ার জন্য।
তার জন্য দোয়া করতে করতে কখন যে আমি আল্লাহ কে ভালবেসে ফেলি বুঝতে পারিনি
একসময় আমি জানতে পারি বিয়ের আগে প্রেম করা যেনা।আর এর শাস্তি অনেক ভয়াবহ। এরপর আমি আল্লাহর কাছে সিজদায় পরে অনেক ক্ষমা চাই (এতো বড় গোনাহর জন্য আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা আমি জানি না)
এর পর থেকে শুরু হয় জীবন এর নতুন এক অধ্যায়। শুরু হয় নিজার নফস এর সাথে লড়াই। ইসলাম সম্পর্কে জানার জন্য নেটে অনেক খোঁজা খুঁজি করি। অনেক কিছু জানতে পারি।
এর পর কয়েক মাস পার হয়ে যায়। নিজের মধ্যে অনেক পরিবর্তন আনি।
আগের আমি আর এখন এর আমির মাঝে অনেক পারথক্য
এখন বাহিরে গেলে হাত মোজা পা মোজা নিকাব পরে বের হই। গায়ে মেহমান দের সামনে গেলে ও এই ভাবেই যাই ।

0 Comments
Do not post spam link in the comment box