ইসলামের শিক্ষা

 একটি কুকুরও খাওয়া দাওয়া করে, টয়লেট করে, প্রজনন করে, ঘুরাঘুরি করে, ঘুম দেয়। বড় আফসোস! অনেক মানুষের জীবনও ঠিক একই রকম। খাওয়া দাওয়া, টয়লেট, প্রজনন, হাসিতামাশা, হ্যাংআউট, টাইমপাস, ঘুম _ এভাবেই কেটে যাচ্ছে দিনের পর দিন। সৃষ্টির সেরা জীব মানুষ আর নিকৃষ্ট সৃষ্টি কুকুরের লাইফস্টাইল একই রকম অদ্ভুত না ব্যাপারটা! অথচ মানুষকে কি কুকুর বা অন্যান্য পশুর মতো বেঁচে থাকার জন্য সৃষ্টি করা হয়েছে? মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এ কথার জবাব প্রায় সবার জানা, কমন প্রশ্নের মুখস্থ উত্তর এর মতো। উত্তর জানা থাকলেও তার উপর আমল কতটুকু? বাস্তবতা আসলে কেমন?

প্রিয় ভাই/বোন, কুকুর বা অন্যান্য পশুপাখির তো বিবেক নেই, কবরের ভয়াবহতা নেই, জান্নাত, জাহান্নাম নেই ;কিন্তু আপনার তো আছে। তাহলে কেন এরকম উদাসীনতা? ক্ষণস্থায়ী এ দুনিয়ার ধোঁকায় কেন এভাবে পড়ে থাকা। মৃত্যু কিন্তু কারো জন্য অপেক্ষা করে থাকে না, প্রতিনিয়ত কেউ না কেউ মৃত্যুবরণ করছে। আপনার কতো আত্মীয়, প্রতিবেশী, আপনজন এখন কবরে শায়িত? আপনি হয়তো নিজেই অনেক লাশকে কবর পর্যন্ত রেখে এসেছেন। এখনও যদি আপনার ফিরে আসার সময় না আসে, নিজের গন্তব্যস্থল, শেষ পরিণতি নিয়ে চিন্তার সময় না পান ; তাহলে আর কোনদিনের অপেক্ষায় আছেন আপনি? অনুরোধ থাকবে ফিরে আসুন, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বদলে ফেলুন নিজেকে।

বি:দ্রঃ আমরা যারা দ্বীন পালনের চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এখনো উদাসীন, আপনার সেসকল আত্মীয়, বন্ধু-বান্ধব, প্রতিবেশী সবার কাছে সাধ্যমতো পৌঁছে দিন আল্লাহর পথে ফিরে আসার দাওয়াত

Post a Comment

0 Comments