আল্লাহুম্মা ইন্নি আস'আলুকাল আফিয়া I ওহ! আল্লাহ, আমি আসলে 'আফিয়া' চাই I আফিয়া কি ?

 আস্ সালামুআলাইকুম ❤️

"আল্লাহুম্মা ইন্নি আস'আলুকাল আফিয়াহ"

   اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ الْعَافِيَةَ




রাসূল (সাঃ) এর চাচা আল-আব্বাস (রহঃ) রাসূল (সাঃ) এর নিকটে এসে জিজ্ঞাসা করলেন-

"হে আল্লাহর রাসূল, আমাকে দুআ শিখিয়ে দিন"

রাসূল (সা:) বললেন —"হে আমার চাচা, বলুন:

আল্লাহুম্মা ইন্নি আস'আলুকাল আফিয়া"

(ওহ! আল্লাহ, আমি আসলে 'আফিয়া' চাই)

আফিয়া কি?

আমরা যখন আফিয়া চাই তখন তা বুঝায় —

🔸যেকোন দু:খ-দুর্দশা থেকে মুক্তির জন্য দু'আ

🔸সুস্বাস্থ্য অর্জনের জন্য দু'আ

🔸বেঁচে থাকার তাগিদে আর্থিক স্বচ্ছলতার জন্য দু'আ

🔸সন্তানের সুরক্ষার জন্য দু'আ

🔸শাস্তির পরিবর্তে ক্ষমা পাবার জন্য দু'আ

আল্লাহ, আমাকে সমস্ত দুর্দশা, যন্ত্রণা, সঙ্কট, ক্ষতি থেকে হেফাজত করুন"

দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতেই।

আল-আব্বাস (রা:) চিন্তা করলেন এবং কয়েকদিন পর ফিরলেন এবং বললেন —

"হে আল্লাহর রাসূল, আমাকে বড় কিছু দোয়া শিখিয়ে দেন "

তখন রাসূল (সা:) বলেন —""ও আমার প্রাণপ্রিয় চাচা, আল্লাহ্'র কাছে আফিয়া কামনা করুন, আল্লাহ'র কসম এর চাইতে উত্তম কোন জিনিস আপনাকে দেওয়া হবে না"

এটি একটি খুব ছোট দুআ, যার মাধ্যমে আমরা বলতে চাই -

"ওহ! আল্লাহ, আমি দুর্দশা, যন্ত্রণা, সঙ্কট, ক্ষতি থেকে মুক্তি চাই; আমাকে পরীক্ষা করবেন না"

[রিয়াদ্বুস স্বলেহীন, সুনান আত-তিরমিযী]

আত-তিরমিযী, খন্ড: ০৬, অধ্যায়:৪৫,

দু'আ অধ্যায়, হাদিস নং: ৩৫১৪।

তাহক্বীক: সহিহ


Post a Comment

0 Comments