ওযু করার সুন্নত সমূহ--- অজুতে চার ফরজ

 ওযু করার সুন্নত সমূহ--- অজুতে চার ফরজ:



১. সমস্থ মুখ ধোয়া,

২. দুই হাতের কুনুইসহ ধোয়া,

৩. মাথা মাছেহ করা,

৪. দুই পায়ের টাখনুসহ দোয়া, ------------------                  

১.ওযুর শুরুতে মেসওয়াক করে নেয়া,

২. অজুর নিয়ত করা,

৩. বিসমিল্লাহ বলে শুরু করা,

৪. দুই হাতের কব্জিসহ তিনবার ধোয়া( আগে ডান হাত)

৫. দুই হাতের আঙ্গুল খিলাল করা,

৬. তিনবার কুলি করা,

৭. তিনবার নাকে পানি দেওয়া,

৮. সমস্ত মুখ তিনবার ধোয়া,

৯. দুই হাতের কুনুইসহ তিনবার ধোয়া,

১০. সমস্থ মাথা একবার মাছেহ করা,

১১. কান মাছেহ করা,

১২. গরদান/ঘার মাছেহ করা,

১৩. দুই পায়ের টাখনুসহ তিনবার ধেয়া ( আগে ডান পা)

১৪. দো'নো পায়ের আঙ্গুলি খিলাল করা,                    

*কোন কারনবশত পানি কম থাকলে শুধু ফরজগুরো আদায় করলে অজু হয়ে যাবে। অজু নামাজের চাবি, নামাজ বেহেস্তের চাবি। যার অজু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে। আর যার নামাজ যত সুন্দর হবে তার জান্নাত তত সুন্দর হবে(সুবহানাল্লাহ)। আল্লাহতা'আলা আমাদের সবাইকে সুন্দর ভাবে অজু করে খশুখুজুর সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।।।।।   

Post a Comment

0 Comments