পেশাব পায়খানার সুন্নাত সমূহ

 ●পেশাব পায়খানার সুন্নাত সমূহ

***********



১. বাথরুমে যাওয়ার সময় এই দু‘আ পড়বে।

উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল

খুবুছি ওয়াল খাবাইছ।

২. বাথরুমে সর্ব প্রথম বাম পা ঢুকাবে।

৩. বাথরুমে জুতা বা সেন্ডেল পরিধান করবে।

৪. মাথা ঢেকে বাথরুমে প্রবেশ করবে।

৫. পেশাব পায়খানার জন্য নির্ধারিত কোন জায়গা না থাকলে

খোলা মেলা কোন জায়গায় বসলে এমনভাবে বসতে হবে

যেন কারও নজরে সতর না দেখা যায়।

৬. পেশাব পায়খানা দাঁড়িয়ে না করে বসে করা।

৭. পানি ব্যবহার করার আগে ঢিলা কুলুখ বা টিসু পেপার

ব্যবহার করা।

৮. বসার নিকটতম হয়ে সতর খুলবে এবং কিবলার দিকে মুখ

ও পিঠ দিয়ে বসবে না।

৯. পেশাব ও নাপাক পানির ছিঁটা থেকে বেঁচে থাকবে।

১০. ঢিলা খুলুখ ও পানি বাম হাত দ্বারা ব্যবহার করবে।

১১. ঢিলা খুলুখ ব্যবহার করার পর পানি ব্যবহার করবে।

১২. পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়া পর্যন্ত সামান্য চলা

ফেরা করবে।

১৩. পেশাব নরম স্থান বা এমন জায়গায় করবে যেখান থেকে

পেশাবের ছিঁটা উপরে উঠে শরীর নাপাক হবে না।

১৪. বের হয়ে এ দু‘আ পড়বে।

উচ্চারণঃ গোফরানাকা আলহামদুলিল্লাহীল্লাজী

আজহাবা আন্নীল আযা ওয়া আ ফানী।

১৫. ইস্তিঞ্জা থেকে ডান পা দিয়ে বের হবে।

১৬. ইস্তিঞ্জায় প্রবেশের আগে কোরআনের আয়াত, আল্লাহর

নাম রাসূল সা. এর নাম লেখা আংটি খুলে প্রবেশ করবে।

 আল্লাহপাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।

Post a Comment

0 Comments