প্রশ্নঃ সলাতের কসর কি এবং তা কতদিন পর্যন্ত করা যাবে?
উত্তরঃ সফররত অবস্থায় সম্পূর্ণ সলাত আদায়ে বান্দাদের কষ্ট দূর করতে আল্লাহ কসরের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ। এবং তা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য উপঢৌকন স্বরূপ।
আল্লাহ তা'আলা আল-কুরানে ঘোষণা দিয়েছেন-
''যখন তোমরা যমীনে ভ্রমণ করবে তখন সলাত কসর করলে তাতে কোন সমস্যা নেই।'' (সূরা অন-নিসাঃ ১০১)
কসরের পদ্ধতিঃ
প্রতি ওয়াক্ত সলাত দুই রাকাআত করে।ফজর, যোহর, আসর এবং ইশার সলাত দুই রাকাআত করে। কিন্তু মাগরিব তিন রাকাআত পড়তে হবে। সফরে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, নফল নামাজ আদায় করতেন না।কিন্তু ফজরের দুই রাকাআত সুন্নত আদায় করতেন।
কতটুকু দূরত্ব সফর করলে সলাত কসর আদায় করতে হবে এব্যাপারে বিভিন্ন হাদিস এসেছে।
[রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেই সফরে কসর আদায় করতেন। কখনো এক মাইলে,কখনো তিন মাইলে,কখনো ৪৮ মাইলে কসর আদায় করেছেন। আপনি যখনই বুঝতে পারবেন আপনি সফরে আছেন তখনই কসর আদায় করবেন। সেটা হাফ মাইল হোক,পঞ্চাশ মাইল হোক আর পাঁচশো মাইল হোক।
-----------শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ]
এবং কতদিন পর্যন্ত কসর করতে হয় তা নিম্নোক্ত হাদিসে বর্নিত হয়েছে।
ইব্নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন,
নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একদা সফরে ঊনিশ দিন পর্যন্ত অবস্থান কালে সালাত কসর করেন। সেহেতু আমরাও ঊনিশ দিনের সফরে থাকলে কসর করি এবং এর চেয়ে অধিক হলে পূর্ণ সালাত আদায় করি।
সহিহ বুখারী, হাদিস নং ১০৮০
হাদিসের মান: সহিহ হাদিস
কসর সম্পর্কে হাদিস সমূহ।
বুখারী ৪৪১৪,
সুনানে নাসায়ী ৪৫৭,
মুসলিম ৬৯১,
আবূ দাউদ ১২০১,১৯৬০,
তিরমিজি ৫৪৪,৫৪৮,৮৮২,৩০৩৪,
ইবনে মাজাহ ১০৬৪,১০৭৩
আহমাদ ১৯০৪,
সিলসিলা সহীহা হাদিস ১৬৩,
সহীহ লিগাইরিহী ১০৬৩,
বুলুগুল মারাম ৪৩৩,৪৩৭
সহিহ বুখারী, হাদিস নং ৪২৯৭
হাদিসের মান: সহিহ হাদিস

0 Comments
Do not post spam link in the comment box