নফসকে নিয়ন্ত্রণ করার উপায় ৬ টি পর্ব ( পর্ব -৪ )

------------ নিয়ন্ত্রণ করার উপায় - পর্ব-৪ | 

হযরত ইমাম গাজ্জালী (রাহঃ) - 




 ॥ প্রবৃত্তিকে তিরস্কার করার নিদর্শন ॥ পর্ব -৪


হে প্রবৃত্তি! যদি তুমি এরূপ মনে কর যে, মৃত্যু-মুহূর্তে তওবা করিয়া লইবে, তবে তোমাকে সেই শিক্ষার্থী তালেবে এলমের সঙ্গে তুলনা করা যাইতে পারে, যে তালেবে এলম বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে কোন দূরদেশে গমন করিল; কিন্তু বিদ্যা শিক্ষার কঠোর পরিশ্রম ও কষ্ট লক্ষ্য করিয়া হতসাহস ও অলস হইয়া পড়িল এবং পরিশ্রম বিমুখ হইয়া সুখে দিনাতিপাত করিতে লাগিল। কেবল মনে মনে এই আশা পোষণ করিল যে, প্রত্যাবর্তনের পূর্বক্ষণে পরিশ্রম সহকারে অতি অল্প সময়ে প্রচুর বিদ্যা উপার্জনপূর্বক মহাজ্ঞানী হইয়া দেশে ফিরিব। নির্বোধ ছাত্রটির এতটুকু বৃদ্ধি হইল না যে, প্রচুর বিদ্যা অর্জন করিতে হইলে রাতারাতি তাহা পারা যায় না। বহুদিন ধরিয়া অক্লান্ত পরিশ্রম ও সাধনার প্রয়োজন হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা করতঃ উত্তম সৎ কার্যানুষ্ঠানে আত্মাকে পবিত্র ও বলিষ্ঠ করিয়া লওয়ার আশাও তদ্রূপ মূর্খতা। 




হে পাপ-পঙ্কিলে নিমগ্ন প্রবৃত্তি! আত্ম-পরিশুদ্ধি ও বল অর্জনপূর্বক আল্লাহ্ তা'আলার নৈকট্য ও করুণালাভের যোগ্য হইতে হইলে তোমাকে দীর্ঘদিন ধরিয়া পরিশ্রম ও সাধনার হাঁপরে জ্বলিয়া-গলিয়া ও আবর্তিত হইয়া তোমার অভ্যন্তরস্থ সর্ববিধ মলিনতা ও অপবিত্রতা দূরীভূত করিয়া উত্তমরূপে বিশুদ্ধ ও পবিত্র হইতে হইবে। তাহা হইলে তুমি আল্লাহ্ তা'আলার মহব্বত ও মা'রেফত লাভের স্তরে উন্নীত হইয়া ধর্ম-পথের যাবতীয় গুপ্ত ঘাঁটি ও শত্রুর আড্ডা সাবধানে অতিক্রম করতঃ নিরাপদে আল্লাহ্ তা'আলার নৈকট্যলাভের সৌভাগাপ্রাপ্ত হইতে পারিবে। পরমায়ুর সমস্তগুলি দিন বিফলে অতিবাহিত হইয়া গেলে আত্মার পরিশুদ্ধি ও গুণ বৃদ্ধির জন্য অসময়ে পরিশ্রম করিয়া এই সামান্য সময়ের মধ্যে কি ফল লাভ করিতে পারিবে? সেই চেষ্টা করিবার সুযোগই বা কোথায় পাইবে? বার্ধক্যর পূর্বে যৌবনকালকে, রোগগ্রস্ত হওয়ার পূর্বে সুস্থ অবস্থাকে, কর্মব্যস্ততার পূর্বে শান্ত ও নির্লিপ্ত অবস্থাকে এবং মৃত্যু উপস্থিত হওয়ার পূর্বে জীবনের দীর্ঘ সময়টুকুকে মহামূল্যবান জ্ঞান করতঃ উহাদের সদ্ব্যবহার কেন করিতেছ না?




হে মন। শীতের ভয়ে শীত ঋতু আগমনের পূর্বে গ্রীষ্মকালেই শীতের কাপড় কেন প্রস্তুত করিয়া লইতেছ? আল্লাহ্ তা'আলার দয়া ও করুণার উপর নির্ভর করিয়া বসিয়া থাক না কেন? যামহারীর নামক দোযখের শীত ইহলোকের শীতপ্রধান দেশের 'চিলী' নামক বিখ্যাত ৪০ দিনের শীত অপেক্ষা কম নহে এবং দোযখে অগ্নির উত্তাপ বৈশাখ-জ্যৈষ্ঠ মাসের উত্তাপ অপেক্ষা একটুও কম নহে। পৃথিবীতে শীত ও গ্রীষ্মের নিবারণ মানসে যথোপযোগী উপকরণ সংগ্রহ করিতে তুমি কিছুমাত্র ত্রুটি কর না; কিন্তু পরলোকের শীতোত্তাপ এতদপেক্ষা বহুগুণে অধিক তীব্র হওয়া সত্ত্বেও নানা ওযর আপত্তি উত্থাপনপূর্বক তুমি তৎসম্বন্ধে প্রস্তুত হইতে শৈথিল্য করিতেছ। তোমার এবংবিধ মনোভাবের কারণ সম্ভবতঃ এই যে, পরলোকের অস্তিত্ব এবং পুন রুত্থানের সত্যতার প্রতি তোমার ঈমানই নাই। এই অবিশ্বাসকে সরাসরি কুফরী বলা যায়। ইত্যা কার গুপ্ত কুফরী বিশ্বাসকে তুমি নিজ হৃদয়ের মধ্যে গোপন রাখিয়াছ, এমনকি তোমার নিজকেও তাহা জানিতে দিতেছ না। ওহে নির্বোধ। ইহা তোমার ধ্বংস ও বিনাশের কারণ হইবে।




হযরত ইমাম গাজ্জালী (রাহঃ)


(কিমিয়ায়ে সা'আদাত)


Post a Comment

0 Comments