🚫 শরীয়তের অজানা নিষেধসমূহ 🚫 ধারাবাহিক, পর্ব-২৮০



▬▬▬◈◉◈▬▬▬


🚫 শরীয়তের অজানা নিষেধসমূহ 🚫
ধারাবাহিক, পর্ব-২৮০


✧════•❁❁•════✧



● অন্যকে ঝাড়ফুঁক করতে বলা, কোন বিশেষ কিছু দেখে তাতে কোন ধরনের কুলক্ষণ ভাবা কিংবা চিকিৎসার জন্য লোহা পুড়িয়ে নিজ শরীরের কোন জায়গায় দাগ দেয়া ❌



◆ আব্দুল্লাহ্ বিন্ ’আববাস্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সাঃ) বলেছেন,


يَدْخُـلُ الْـجَنَّةَ مِنْ أُمَّتِيْ سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ ، هُمْ الَّذِينَ لَا يَسْتَرْقُونَ وَلاَ يَتَطَيَّرُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَفِيْ رِوَايَةٍ : لاَ يَكْتَوُوْنَ



‘‘আমার উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। যারা অন্যকে ঝাড়ফুঁক করতে বলবে না, কোন বিশেষ কিছু দেখে উহাকে কুলক্ষণ ভাববে না। উপরন্তু তারা নিজ প্রভুর উপর সর্বদা ভরসা করবে। অন্য বর্ণনায় রয়েছে, তারা চিকিৎসার জন্য লোহা পুড়িয়ে নিজ শরীরের কোন জায়গায় দাগ দিবে না’’।




{বুখারী-৬৪৭২,৬৫৪১, মুসলিম-২১৮,২২০}




✧══════•❁❁•═════✧



Post a Comment

0 Comments