শরীয়তের অজানা নিষেধসমূহ, ধারাবাহিক, পর্ব-২৭২

 💐প্রত্যেহ সকালে গ্রূপে নজর রাখুন💐 

 


 


▬▬▬◈◉◈▬▬▬



🚫 শরীয়তের অজানা নিষেধসমূহ 🚫

ধারাবাহিক, পর্ব-২৭২



✧════•❁❁•════✧




● খানা খাওয়ার সময় নিজের পাশ থেকে না খাওয়া❌




◆ উমর বিন্ আবু সালামাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি আমার পিতা আবু সালামাহ্’র ইন্তিকালের পর রাসূল (সাঃ) এর তত্ত্বাবধানেই লালিত-পালিত হচ্ছিলাম। একদা রাসূল (সাঃ) এর সাথে খানা খাওয়ার সময় আমি প্লেটের এদিক-ওদিক থেকে খাচ্ছিলাম। তখন তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন,



يَا غُلَامُ سَمِّ اللَّهَ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ




‘‘হে ছেলে! তুমি আল্লাহ্ তা’আলার নামেই খেতে শুরু করো, ডান হাতে খাও এবং তোমার পাশ থেকেই খাও’’।





{মুসলিম-২০২২}





✧══════•❁❁•═════✧

Post a Comment

0 Comments