রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন I

 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন

🌹 সোমবার ও বৃহস্পতিবারের সিয়াম 🌷

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন


আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ ﷺ সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতে সর্বাত্মক চেষ্টা করেন।’ রিয়াদুস স্বালেহীন ১২৬৫। তিরমিযী ৭৪৫, নাসায়ী ২৩৬১-২৩৬৪, ইবনু মাজাহ ১৭৩৯

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “(মানুষের) আমল সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহর দরবারে) উপস্থাপিত হয়। আমি চাই যে আমি রোযার করার সময় আমার আমলগুলি এমন অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়।” রিয়াদুস স্বালেহীন ১২৬৪। মুসলিম ২৫৬৫, তিরমিযী ৭৪৭, ২০২৩, আবূ দাউদ ৪৯২৬, 

ইমাম মুসলিমও একটি বর্ণনা করেছেন, তবে এতে রোজার কথা বলা হয়নি।

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘কোন মহিলার পক্ষে স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ব্যতীত [নফল] রোজা রাখা বৈধ নয়। বা স্বামীর অনুমতি ছাড়া

[যে কোনও পুরুষ বা মহিলা আত্মীয়] তার বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া ।’’ রিয়াদুস স্বালেহীন ১৭৫৯। সহীহুল বুখারী ২০৬৬, ৫১৯২, ৫১৯৫, মুসলিম ১০২৬

আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি একদিন আল্লাহর পথে রোজা রাখে, আল্লাহ তার মুখ জাহান্নাম থেকে সত্তর বছর (দূরত্বের সমান) এক দিনের (রোযাদার) বিনিময়ে রাখবেন।” রিয়াদুস স্বালেহীন ১৩৪৭। সহীহুল বুখারী ২৮৪০, মুসলিম ১১৫২

                                                    

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন

                       ভিডিওটি দেখতে ক্লিক করুন

Post a Comment

0 Comments