একটি সচেতনতা ও অনুপ্রেরণা পাওয়ার গল্প

একটি সচেতনতা ও অনুপ্রেরণা পাওয়ার গল্প


একদিন এক ছেলে তার বাবার কাছে জীবনের মূল্য সম্পর্কে জানতে চাইলো। বাবা তখন সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে ঘরের ভিতর থেকে এনে ছেলের হাতে একটা পাথর দিয়ে বলল,

এইটি মার্কেটে নিয়ে যাও। কেউ পাথরটির দাম জিজ্ঞেস করলে, তাহলে তুমি মুখে কিছু না বলে শুধু দুইটা আঙ্গুল দেখাবে। দাম শুনে আবার পাথরটি নিয়ে চলে আসিও।

.

ছেলেটি পাথরটি নিয়ে বাজারে গেল। কিছুক্ষন পর এক মহিলা বলল পাথরটির দাম কত? আমি এটি আমার বাগানে রাখতে চাই।

ছেলেটি মুখে কিছু না বলে দুই আগুল দেখালো।

মহিলাটি বলল ও 'দুইশত টাকা? আমি এটি নিব।

.

ছেলেটি দাম শুনে বাবার কথা মোতাবেক বাড়িতে ফিরে এসে তার বাবাকে জানালো একজন মহিলা পাথরটি নিতে চায়, দুইশত টাকার বিনিময়ে।

.

বাবা বলল, এইবার তুমি পাথরটি যাদুঘরে নিয়ে যাও, কেউ কিনতে চাইলে মুখে কিছু না বলে দুই আঙ্গুল দেখাবে। 

.

পাথরটি নিয়ে এইবার যাদুঘরের দিকে পথ চললো ছেলে।  নিয়ে যাওয়ার পর একজন পাথরটি কিনতে চাইলো। দাম জিজ্ঞেস করলে ছেলেটি মুখে কিছু না বলে দুই আঙ্গুল দেখালো।

ঐ মানুষটি বলল 'দুই হাজার টাকা ?

আমি এটি নিতে চাই।

.

ছেলে অবাক হয়ে গেলো। দৌঁড়াতে দৌড়াঁতে বাড়ি ফিরে তার বাবাকে জানালো।

.

তার বাবা বলল, এইবার আর এক জায়গায় তোমাকে পাথরটি নিয়ে যেতে হবে। আর তা হচ্ছে একটি মূল্যবান পাথরের দোকানে।দোকানের মালিককে পাথরটি দেখাবে এরপর দাম জানতে চাইলে মুখে কিছু না বলে দুই আঙ্গুল দেখাবে।

.

বাবার কথা মোতাবেক ছেলেটি এইবার পাথরটি নিয়ে মূল্যবান পাথরের দোকানে গেলো। 

.

দোকানদার দেখে বলল, 

এটি কোথায় পেয়েছ? এটি অনেক দুর্লভ এবং মূল্যবান পাথর গুলোর মধ্যে একটা। এটি অবশ্যই আমার দরকার। দাম কত এটির?

.

ছেলেটি মুখে কিছু না বলে দুই আঙ্গুল দেখালো।

.

দোকানার বলল 'দুই লক্ষ টাকা'

সমস্যা নেই আমি নিতে চাই

.

ছেলেটি কিছু বলার ভাষা হারিয়ে ফেলল।

বাড়িতে এসে তার বাবাকে জানালো। 

.

বাবা এবার ছেলেকে বলল, 

বাবা এখন কি তুমি তোমার জীবনের মূল্য বুঝতে পেরেছ ?

.

নিজেকে মূল্যহীন ভেবে সারাজীবন পার করে দিতে পারি আমরা। মিশতে পারি এমন সব মানুষের সাথে, যাদের কাছে হয়তো আমাদের জীবনের মূল্যটা খুব একটা বেশি ও নাই। 

.

অন্যের জন্য মন খারাপ করে, কষ্ট পেয়ে নষ্ট করে দিই, নিজেদের প্রতিটি মূল্যবান সেকেন্ডকে। যা ফিরেই আর আসবেই না কখনো।

অতীত অতীত হয়ে চলে যাওয়ার পরে ও,সেই অতীতের কষ্টকে বর্তমানে বারবার মনে করে স্বরণ করে টেনে বর্তমানকে ও নষ্ট করে দিই তিলেতিলে। ভবিষ্যৎ কে করে তুলি নিরাশাময়।

.

যা হবার হয়েছে, ধরে রেখে মনে করে লাভ কি?,

আর সামনের হিসেবটা মওলায় ভালো জানেন।

.

নিজেকে নিজেই যদি মূল্যায়ন না দিতে জানি,

অন্যের থেকে মূল্যায়ন পাবার আশাকরাটাই যে বোকামি। 


অথচ_


সবগুলো মানুষই মূলত এক একটি দুর্লভ মূল্যবান পাথরের চেয়ে 

Post a Comment

0 Comments