দশটি উপায়ে সোশ্যাল মিডিয়ায় পাপ থেকে বাঁচুন

দশটি উপায়ে সোশ্যাল মিডিয়ায় পাপ থেকে বাঁচুন 


১, সোশ্যাল মিডিয়ায় একাকী বিচরণের সময় আল্লাহর উপস্থিতি উপলব্ধি করুন । তিনি চোখের খিয়ানতের ব্যাপারে সম্যক অবগত ।


২,ভুলে যাবেন না, নিযুক্ত ফেরেশতারাও আপনার সংগী হয়ে আছেন । আপনি কখনোই একা নন । আপনার প্রতিটি মুহুর্ত রেকর্ড হচ্ছে । এ সব কিছুই একদিন বিশ্ববাসীর সামনে প্রকাশ হবে । 


৩, এ কথা চির সত্য যে, রেকর্ডকৃত প্রতিটি সেকেন্ড আপনার পরকালীন সফলতা বা ব্যার্থতার হাতিয়ার । প্রতিটি মুহুর্ত হয়তো আপনার জান্নাতের উসিলা, নয়তো জাহান্নামে ঠেলে দেয়ার মাধ্যম । মাঝামাঝি বলতে কিছু নেই । 


৪, পরিবার বা সমাজের চোখে আপনি ভদ্র থাকতে চান । তাই তাদের চোখের সামনে মন্দ কিছু দেখতে লজ্জা পান । আপনি কি আপনার একমাত্র রবের কাছে ভদ্র হতে চান না ? প্লিজ, তার ব্যাপারে লজ্জাশীল হোন । 


৫, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো । এই কথা আমলে আনুন । বন্ধু নির্বাচন, নানান পেইজে লাইক/শেয়ার/কমেন্টের ব্যাপারে সচেতন হোন । মন্দ কিছু চোখে পড়লে বেঁচে থাকার চেয়ে, সেগুলো চোখের সামনে না আসার উপায় অবলম্বন অধিকতর সহজ । 


৬, সোশ্যাল মিডিয়ায় সময় ব্যায় কমিয়ে আনুন । একান্ত প্রয়োজন ছাড়া এই এলাকায় প্রবেশাধিকার নিয়ন্ত্রন করাটাই আপনার প্রধান চ্যালেঞ্জ । 


৭, নানান প্রোলিফিক ইসলামিক স্কলারদের লেখনি, ভিডিও লাইক/শেয়ার করুন । নিজে উপকৃত হোন । অন্যদের উৎসাহিত করুন । এতে করে সোশ্যাল মিডিয়ায় কিছু ভালো প্রতিবেশি আপনি খুঁজে পাবেন । 


৮, সন্দেহযুক্ত কোন ভিডিও বা লিংকে প্রথম ক্লিকের ব্যাপারে সচেতন থাকুন । এটিই হতে পারে আপনার বেঁচে  যাওয়ার অন্যতম উপায় । 


৯, সুযোগ থাকলে নিজে কল্যাণকর কিছু লিখুন । বলার যোগ্যতা থাকলে বলুন । মনে রাখবেন, পাত্র কখনোই খালি থাকে না । তাই সেটা ভালো কিছু দিয়েই ভরপুর রাখুন । 


১০, সর্বোপরি আল্লাহর কাছে হিদায়াতের উপর টিকে থাকার দুয়া করুন । বহু মানুষ এই ছোট আমলের অভাবে বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। 



Post a Comment

0 Comments