সুখের আয়োজন (সচেতনতা ও অনুপ্রেরণা)

 সুখের আয়োজন

সুখের আয়োজন


এক.....


আপনি যখন আসতাগফিরুল্লাহ বলবেন তখন হৃদয়ে এতটুকু অনুভব করবেন আল্লাহ আপনাকে নিঃসন্দেহ ভালোবাসেন যার কারণে আপনার আসতাগফিরুল্লাহ বলার তৌফিক দান করেছেন!

তিনি আপনাকে  ক্ষমা করতে চান,আরেকটু কাছে পেতে চান!

সুখি হওয়ার জন্য কি এতটুকুই যথেষ্ট নয় যে,

আপনি সেই সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ প্রতিদিন আসতাগফিরুল্লাহ বলার মাধ্যমে ক্ষমা করতে চান?????


দুই.....


আল্লাহ খুবি প্রশংসা প্রিয়! 

অতঃপর আপনি যখন সুবহানাল্লাহ বলে তার প্রশংসা করেন তিনি তখন বেশ খুশি হয়ে যান!

এখন আপনি ভাবুন!

আল্লাহ চাইলেই আপনাকে বাদ দিয়ে অন্য কোন বান্দার মুখ দিয়ে সুবহানাল্লাহ বলাতে পারত!

কিন্তু তিনি সেটা করেননি! তিনি আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ শুনতেন ভালোবাসেন!

যার কারণে আপনি প্রতিদিন সুবহানাল্লাহ বলতে পারেন!

তার মানে কি আল্লাহ আপনার প্রেমে পড়ে গেছে???


তিন......


আল্লাহ বেশি কিছু আপনার কাছ থেকে চান না!

শুধু মাত্র আপনাকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে তার জন্য শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলুন!

এর বিনিময়ে আল্লাহ এতো হন যে,এতো খুশি হন যে,

এতো খুশি হন যে,

আপনার মিযানের পাল্লা সোওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন!

এখনো কি আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করছে না?


চার.....


আপনি খুব ভালো করে জানেন আল্লাহ সবচেয়ে বড়!

আল্লাহ শুধু চান এই কথাটা আপনি বার বার বলেন!

এটা শুনতে আল্লাহর খুব ভালো লাগে,

তাই আপনি যখন আল্লাহু আকবার বলেন......

তখন তিনি এতটাই খুশি হন যে,

শুধু মাত্র ১ বার আল্লাহু আকবার বলার কারণে,

আসমান জমীনের মধ্যবর্তী জায়গাটাই সোওয়াব দিয় পূর্ণ করে দেন.......

তিনি আসলেই সবচেয়ে বড়.....

নয়তো একবার ভাবুন,

একবার জাষ্ট একবার আল্লাহু আকবার বলার কারণে এতোগুলো সোওয়াব দিয়ে দিল????

আপনার একবার আল্লাহু আকবার বলার পরিশ্রম কতটুকু???


আর পারিশ্রমিক????


পাঁচ.....

আল্লাহ মানুষ  সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্যই হলো

তার ইবাদত করানো......

এখন কেউ যদি পূর্ণ বিশ্বাসের সাথে একবার মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে,

তখন তাকে আল্লাহ ঐ লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বের করার আগেই আল্লাহ তাকে ক্ষমা করে দেয়!

এতো ভালোবাসা রাখব কোথায়!

Post a Comment

0 Comments