দুয়া কবুলের ২৮ টি স্থান বা ক্ষেত্র বিভিন্ন হাদিস দ্বারা জানা যায় সেইগুলি হলঃ
১) অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া (একজন মুসলিমের অদৃশ্য বা অদৃশ্যভাবে অন্য মুসলমানের দুয়া)। (মুসলিম 22২২)
২) নিপীড়কের বিরুদ্ধে নিপীড়িত ব্যক্তির দুআ। (জামে আত-তিরমিযী 3448)
৩) পিতা তার সন্তানের জন্য প্রার্থনা করেন (ভাল প্রার্থনা বা খারাপ প্রার্থনা)
((তিরমিজি 3448))
৪) একটি ভাল সন্তানের দুআ (তার পিতা-মাতার মৃত্যুর পরে) (আবু দাউদ ২ 26০)
৫) আরাফাতের ময়দানে দুয়া।(তিরমীযি ৩৫৮৫)
৬) বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দুআ (সূরা নামাল ৬২,৫৭ ও সূরা ইসরার ৬৭ নাম্বারর আয়াত)
৭) সেজদায় দুয়া।(নাসায়ী ১০৪৫)
৮) আরাফাতের ময়দানে নামাজ পড়ুন। (তিরমিজি 3585)
Hajj) হজের জায়গাগুলিতে দুআ (যেমন: আরাফা, মুজদালিফাহ, মিনা ...) (ইবনে মাজাহ ২ 26৯২)
৯) হজের দুআ (হজ করার সময়)। (ইবনে মাজাহ 2693)
১০. ওমরাহ পারফর্মারের দুআ (ওমরাহ করার সময়)। (নাসায়ী 2625)
১১) আজানের পরে দুআ। (তিরমিজি 210)
১২) যুদ্ধের সময় দুআ। (আবু দাউদ 2540)
১৩) বর্ষাকালে দুআ। (আবু দাউদ 2540)
১৪) শেষ রাতের দুআ, তাহাজ্জুদ (বুখারী 1145)
১৫) জুম্মার দিন আসরের শেষে দুআ সন্ধান করার নির্দেশনা রয়েছে। (নাসাই 1369)
১৬) লাইলাতুল কদর এর দুয়া।(বুখারী ও মুসলিম)
১৭) আযান ও ইকামতের মধ্যবর্তী সময় দুয়া।(আহমাদ ১৪৬৮৯)মুসলিম ৬৬৮
১৮) ফরয নামাযের শেষ অংশে দুআ করুন। (রিয়াদুস সোলেহিন 1508, তিরমিজি 3499)
১৯) ভ্রমণকারী দোয়া (ভ্রমণের সময়)। (তিরমিজি 3448)
২০)রোযাদারের দুআ (রোযা অবস্থায়) (ইবনে মাজাহ 1852)
২১) ন্যায়বিচারকারীর প্রার্থনা। (তিরমিজি 2528)
২২) জেগে ওঠার পরে একটি বিশেষ দুআ পাঠ করার পরে দুআ গ্রহণ করা হয়। (বুখারী 1154)
২৩) ইউনূস (তিরমিজি 3505) পাঠ করার পরে দুআ গ্রহণ করা হয়।
২৪) ইসমা আজম পাঠ করা হলে দোয়া কবুল হয়। (ইবনে মাজাহ 3657)
২৫) বিপদে পড়লে যে নামায পড়তে হয় (ইন্না লিল্লাহি ...... রাজুন)
এবং
(আল্লা-হুম্মা আজির্নি ফী মুসিবতি ওয়া ওয়াখলিফলি খাইরাম মিনহা ...) তখন দোয়া কবুল হয়। (মিশকাতুল মাসিবাহ 1818, মুসলিম 917)
২৬) জমজমের জল পান করার পরে দুআ। (ইবনে মাজাহ 3082, আহমদ 3/356)
২৭) নিপীড়িতদের জন্য দোয়া (তিরমিজি 3448)
২৮) দু'হাত দিয়ে প্রার্থনা করা, আল্লাহ খালি হাতে ফিরতে লজ্জা পান (আবু দাউদ ১৪ 14)



0 Comments
Do not post spam link in the comment box