সূরা আলে ইমরানের 30 নং আয়াতের তাফসীর: -
আল্লাহ তায়ালা ইরশাদ করেন: খোলা ও গোপন বিষয় তিনি জানেন। আল্লাহর জ্ঞান প্রতিটি মুহূর্তে সমস্ত কিছুকে পরিবেষ্টন করে, সর্বোপরি, আল্লাহ তায়ালা সর্বশক্তিমান। সুতরাং সর্বদা আল্লাহর আদেশ পালন করতে ব্যস্ত থাকতে হবে এবং অবাধ্যতা থেকে বিরত থাকতে হবে। এমন একদিন (বিচারের দিন) আসবে যখন সমস্ত ভাল-মন্দ কাজের জন্য দায়ী হবে। ভাল কাজ দেখে আনন্দ লাভ হবে এবং খারাপ কাজ দেখে হতাশা ও হা-হুতাশ করবে। সেদিন তারা আফসোস করবে যে তার ও পাপের কাজের মধ্যে যদি আরও বেশি দূরত্ব থাকত তবে কতই না ভালো হতো!
আল্লাহ তায়ালা তাঁর নিজের আযাবকে ভয় করছেন। তারপরে তিনি তাঁর ধার্মিক দাসদের কাছে সুসংবাদ দিয়েছিলেন যেন তারা তাঁর দয়া ও স্নেহ থেকে নিরাশ না হয়।


0 Comments
Do not post spam link in the comment box