কুরআনের আয়াত, সূরা আত- তাওবাহ: আয়াত-১২৯ )
যে ব্যক্তি প্রতি সকাল সন্ধ্যায় সাতবার নিচের আয়াতটি পড়বে ইহকাল ও পরকালের যে বিষয়ই তাকে চিন্তাগ্রস্ত করুক তা তার সম্পর্কে যথেষ্ট হবে।(আবূ দাঊদ, যাদুল মা‘আদ ২/৩৭৬ পৃষ্ঠা)
হাসবিয়াল্লাহু , লা ইলাহা ইল্লাহুয়া
আলাইহি তাওয়াক্কালতু
ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম।
অর্থ :আমার জন্য একমাত্র আল্লাহ্ই যথেষ্ট,যিনি ব্যতিত প্রকৃত কোনো ইলাহ্ নেই।আমি একমাত্র তাঁর ওপরই ভরসা করলাম।আর তিনি সুবৃহৎ আরশের মালিক। ( সূরা আত- তাওবাহ: আয়াত-১২৯ )

0 Comments
Do not post spam link in the comment box