যখন তুমি দ্বীনের পথে ফিরে আসবে খেয়াল করবে জীবন থেকে অনেক অনেক কিছুই
হারিয়ে যাবে! হারিয়ে গেছে
.
কিছু বন্ধু-বান্ধব, রঙ-তামাশা, বাইরের বিলাসিতা ইত্যাদি! আর বিশ্বাস করো ঐ সব কিছুই তোমার জন্য ছিলো অকল্যাণকর যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তোমাকে রক্ষা করেছেন।
.
একটা সময় পর তুমি বুঝতে শিখে যাবে এই সবই ছিলো একধরনের মরিচিকা। এগুলায় আসলে কোনোই প্রাপ্তি নেই জীবনের গুনাহ কামানো ছাড়া। তুমি কি কৃতজ্ঞ হবে না?
.
এত এত মানুষ থাকতে আল্লাহ তোমার মতো একজন বান্দাকেই হেদায়াত দেওয়ার জন্য বেঁছে নিয়েছেন, এর জন্য কি রবের কাছে শুকরিয়া আদায় করবেনা?
.
হেদায়াত কিন্তু সব মানুষ পায় না। হেদায়াত শুধুমাত্র সেসব মানুষরাই পায়, যাদের আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা অধিক ভালোবাসেন এবং যারা মন থেকে হেদায়াত প্রাপ্ত হতে আগ্রহি। তাই হেদায়াত প্রাপ্ত হওয়ার পর রবের প্রতি কৃতঙ্গ হওয়া এবং এটার সঠিক মূল্যায়ন করা উচিত প্রত্যেকেরই।
.
আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল!
x

0 Comments
Do not post spam link in the comment box