------------------------------------*গর্ভবতী মহিলাদের আমল-----------------------------------
* প্রথম মাসে সূরা-আল ইমরান পড়লে সন্তান দামী হবে।
* দ্বিতীয় মাসে সূরা-ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে।
* তৃতীয় মাসে সূরা মারিয়াম পড়লে সন্তান সবর কারী হবে।
* চতুর্থ মাসে সূরা-লোকমান পড়লে সন্তান হেকমত ওয়ালা হবে।
* পঞ্চম মাসে সূরা-মুহাম্মদ পড়লে সন্তান চরিত্র বান হবে।
* ছষ্ঠ মাসে সূরা-ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে।
* সপ্তম,অষ্ঠম,নবম এবং দ্বশম মাসে- সূরা-ইউসুফ,মুহাম্মদ এবং ইব্রারাহিম এর প্রথম থেকে দশ আয়াত পড়বে।
* ব্যাথা উঠলে সূরা-ইনশিকক পড়ে পানিতে ফুক দিয়ে পান করবে। আল্লাহপাক আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। (সংগৃহীত) ------------------ ❤️ আসুন... আল্লাহকে ভয় করি... মৃত্যুকে স্মরণ রাখি... সুন্নতি জীবন গড়ি...💚

0 Comments
Do not post spam link in the comment box