মসজিদে যেসব কাজ নিষিদ্ধ

 




------------------●মসজিদে যেসব কাজ নিষিদ্ধ**********

১. মসজিদে দ্বীনের কথা বা কাজ ব্যতীত অন্য কথা বা কাজ

করা নিষেধ। (মুসলিম : ১২৮৮)

২. মসজিদে দুর্গন্ধময় কোনো জিনিস নিয়ে প্রবেশ নিষেধ।

(মুসলিম : ১২৮০)

৩. মসজিদে ক্রয়-বিক্রয় করা যাবে না। (তিরমিজি : ৩২৩)

৪. মসজিদে উচ্চস্বরে কথা বলা যাবে না। (মেশকাত : ৬৮৯)

৫. মসজিদে অপরাধীর শাস্তি ও শাসন করা যাবে না (আবু

দাউদ : ৪৪৯২)

৬. মসজিদে রাজনৈতিক মিটিং করা মসজিদের আদবের

খেলাপ। (ফাতাওয়া রহিমিয়া : ৬/১০৫)

৭. মসজিদের ভেতরে প্রত্যেক ওয়াক্ত নামাজ একই স্থানে

আদায় করার জন্য কেউ স্থান নির্দিষ্ট রাখতে পারবে না।

যে যেখানে এসে প্রথমে স্থান নেবে, সে সেখানে নামাজ

আদায় করবে। একে অন্যকে উঠিয়ে বসা যাবে না।

(রদ্দুল মুহতার : ১/৬৩০)-------------------------------0-------------------------

Post a Comment

0 Comments