𓇬𓇬ꕥ⚘ সুন্নতি দাড়ির সুন্দর্য 𓇬𓇬ꕥ⚘

𓇬𓇬ꕥ⚘ সুন্নতি দাড়ির সুন্দর্য 𓇬𓇬ꕥ⚘

দাড়ি একজন মুসলিম পুরুষের অন্যতম এক দৃশ্যমান সুন্নাহ , যার মাধ্যমে শতশত অমুসলিমের মধ্যে থেকেও একজন মুসলিমকে চিহ্নিত করা সম্ভব । দাড়ি হলো নিশ্চুপ দাওয়াহ পদ্ধতি , অথাৎ সুন্নতি দাড়িওয়ালা কাউকে দেখলে একজন কা / ফি / রের মনেও আল্লাহর কথা স্মরণ হয়ে থাকে । দাড়ি একজন মুসলিমের সম্মান বৃদ্ধির হাতিয়ার । এটা এমন এক সুন্নাহ যার ওপর আল্লাহ তায়া'লার ওয়াজিব হুকুম রয়েছে অথাৎ যা রাখা সকল মুসলিম পুরুষের জন্য আবশ্যক । পৃথিবীতে আগত সব নবী - রাসুলগণই দাড়ি রেখেছেন , সুতরাং এটা সকল নবী - রাসুলের সুন্নাহ । গাছের পাতা যেমন গাছ চিনতে সাহায্য করে , বাহ্যিকভাবে দাড়িও ঠিক তেমনি অমুসলিমদের মধ্যে থেকে মুসলিমদের চিনিয়ে দেয় । সর্বোপরি দাড়ি একজন মুমিনকে পাপ কাজ থেকে বিরত রাখে । আধুনিকতার ফেত / নায় অন্যের কাছে নিজেকে আকর্ষিত করে তুলতে ও স্মার্ট হতে গিয়ে মুসলিম যুবকদের কাছে দাড়ি আজ বড্ড অবহেলিত এক সুন্নাহ । অথচ তারা ভুলে গেছে সুন্নাহ ব্যাতিত একজন মুসলিম কখনো স্মার্ট হতে পারেনা । দাড়ি রাখার মাধ্যমে একজন মুসলিমের আমলনামায় সারাক্ষণ নেকি লেখা হয় , পরক্ষণে দাড়ি না রাখার ফলে একজন মুসলিমের আমলনামায় সারাক্ষণ গুণাহ লেখা হয় । অথাৎ সে যদি নামাজের মধ্যেও থাকে তবুও তার গুণাহ চলমান থাকবে । আপনার দাড়ি নেই । আপনি এখনই নিয়ত করলেন আর কখনো শেইভ করবেন না । আজ থেকেই দাড়ি রেখে দিবেন । প্রতিটা কাজ যেহেতু নিয়তের ওপরই নির্ভরশীল তাই আজ থেকেই আপনি দাড়ির জন্য গুণাহের বদলে নেকি পেতে থাকবেন । কাল আপনি দাড়িহীন অবস্থায় মারা গেলেন ( একদিনে তো আর দাড়ি হয়ে যাবেনা ) । আপনাকে দাড়িহীন অবস্থাতেই দাফন করা হলো ।
প্রতিটা মানুষ সে অবস্থাতেই কিয়ামত দিবসে উত্থিত হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছিলো । সে হিসাবে আপনি অবশ্যই দাড়িহীন অবস্থাতেই উত্থিত হবেন । যদিও আপনার সহিহ নিয়ত ছিলো দাড়ি রাখার তাই আপনি হয়তো এর গুণাহ থেকে বেচে যাবেন । বিচার দিবসের সেই ক্লান্তির দিনে যখন রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত উম্মতকে চিনে নিবেন তখন কি দাড়িহীন আপনাকেও নিজের উম্মত মনে করবেন তিনি ( সঃ ) ? পিপাসায় কাতর মুমিন উম্মাহকে যখন তিনি নিজ হাতে একে একে হাউজে কাউসারের পানি পান করাবেন , তখন কি তিনি ( সঃ ) আপনাকেও চিনতে পারবেন ? চিনলেও তিনি কি আপনাকেও তার ( সঃ ) উম্মত বলে মেনে নিবেন ? মেনে নিলেও দাড়িহীন আপনি যখন তার নূরমাখা হাতে হাউজে কাউসারের পানি পান করতে যাবেন তখন কি আপনার একটুও লজ্জাবোধ হবেনা ? রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ( যদি ) আপনাকে জিজ্ঞেস করে বসেন " ইয়া ফুলান - হে অমুক " তোমার দাড়ি কোথায় ? তখন কি জবাব দিবেন আপনি ? কি অজুহাত দিবেন ! দুনিয়াতে স্মার্ট হতে গিয়ে দাড়ি রাখতে পারেননি ?


Post a Comment

0 Comments