🚫 শরীয়তের অজানা নিষেধসমূহ 🚫 ধারাবাহিক, পর্ব-২৭৮

 ▬▬▬◈◉◈▬▬▬


🚫 শরীয়তের অজানা নিষেধসমূহ 🚫
ধারাবাহিক, পর্ব-২৭৮


✧════•❁❁•════✧



● কোন অযথা কথা কিংবা কাজে ব্যস্ত হওয়া ❌



◆ আবু হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সাঃ) বলেছেন,


مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ


‘‘কারোর ভালো মুসলিম হওয়ার একান্ত পরিচয় হচ্ছে অযথা যে কোন কথা কিংবা কাজ নিয়ে তার কোন ধরনের ব্যস্ততা না থাকা’’।




{তিরমিযী-২৩১৭, ইবনে মাজাহ্-৪০৪৭}




✧══════•❁❁•═════✧


Post a Comment

0 Comments