শুক্রবার বা জুমার দিনের বিশেষ আমল সমূহ :-
----- (((বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত জুমাবার বা শুক্রবার))) -----
১.বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিনই বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা,
২. ফজরের নামাজের পরপরই সব কাজ গুছিয়ে ফেলে সকাল-সকাল জুমার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া,
৩. মেসওয়াক করা, নখ কাটা, গোফ খাটো করা,শরীরের গুপ্তঅঙ্গের লোম পরিষ্কার করা,উত্তমভাবে গোসল করা,
৪. নিজ সাধ্যমত উত্তম পোশাক পরা,
৫.সুগন্ধি ব্যবহার করা, তেল ব্যবহার করা,
৬. আযানের অপেক্ষা না করে আগেভাগে মসজিদে যাওয়া, মসজিদ বেশি দূরে না হলে পায়ে হেঁটে যাওয়া,
৭.ইমামের কাছাকাছি গিয়ে বসা,
৮. মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন না খাওয়া, ধূমপান না করা, মসজিদে গিয়ে মুসল্লিদের টপকিয়ে সামনে যাওয়ার চেষ্টা না করা যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসে পড়া, কাউকে উঠিয়ে তার জায়গায় বসার চেষ্টা না করা,
৯.খুতবা চলাকালে কোনো কথা না বলা, এমন কি কেউ কথা বললে তাকে থামতে বলার জন্য কথা না বলে ইশারা করা,
১০.মনোযোগ দিয়ে খুতবা শোনা,
১১.দুই খুতবার মাঝে ও আসর এবং মাগরিব এর মাঝে বিশেষভাবে দোয়া করা, এছাড়া শুক্রবার সারাদিনই দোয়া কবুলের সময়,
১২.সূরা দুখান (বৃহস্পতিবার দিবাগত রাতে) ও সূরা কাহাফ তেলাওয়াত করা...
১৩. ( সময় সুযোগ থাকলে সালাতুত্ তাসবীহ নামাজ পড়ার চেষ্টা করা... যেহেতু, এ দিন সাধারণত আমরা ফ্রি থাকি, অন্যদিন ব্যস্ততার কারণে পড়া হয়না।)
আল্লাহপাক আমাদের সবাইকে এ আমলসমূহ করার তৌফিক দান করেন,আমিন।

0 Comments
Do not post spam link in the comment box