মসজিদে প্রবেশের সুন্নতসমূহ

 ●মসজিদে প্রবেশের সুন্নতসমূহ



**********

১. বিসমিল্লাহ পড়া।

২. দরুদ শরিফ পড়া।

৩. অতঃপর এই দোয়া পড়া ‘আল্লাহুম মাফতাহলি

আবওয়াবা ওয়ারাহমাতিক'।

৪. মসজিদে ডান পা আগে রাখা।

৫. ইতেকাফের নিয়ত করে প্রবেশ করা। (ইবনে মাজাহ :

১/৫৬; মেশকাত : ১/৪৬; শামী : ২/৪৪৩)-------------------------------

********* ---●মসজিদ থেকে বের হওয়ার সুন্নতসমূহ

*************

১. বিসমিল্লাহ পড়া।

২. দরুদ শরিফ পড়া।

৩. অতঃপর এই দোয়া পড়া ‘আল্লাহহুম্মা ইন্নি আস্আলুকা

মিনফাদলিক’

৪. মসজিদের বাইরে বাম পা আগে রাখা, ৫. অতঃপর প্রথমে

ডান পায়ে জুতা পরা। তারপর বাম পায়ে পরা। (ইবনে

মাজাহ : ১/৫৬; তিরমিজি : ১/৭১; ই’লাউস সুনান :

১/৩২৩; মেশকাত : ১/৪৬)

Post a Comment

0 Comments